সিটিজেন চার্টারঃ
(১) কাবিখা-কাবিটা কর্মসূচীর মাধ্যমে- (ক) গ্রামীণ কাঁচা রাস্তা/রাস্তা-কাম-বাঁধ সংস্কার ও মেরামত করা হয় । (খ) জলাবদ্ধতা দুরীকরণের জন্য সেচ খাল/পুকুর খনন/পুনঃ খনন করা হয় । (গ) খেলার মাঠ সংস্কার করা হয় । (ঘ) ধর্মীয় /শিক্ষা/জনকল্যাণমুলক প্রতিষ্ঠানের মাঠ ভরাট করা হয় । (ঙ) মাটির কিল্লা নির্মাণ করা হয় ।
(২) টি,আর কর্মসূচীর মাধ্যমে- (ক) রাস্তা ও বাঁধ রক্ষনাব্ক্ষেন করা হয় । (খ) নালা-নর্দমা খনন সংস্কার ও সংরক্ষন করা হয় । (গ) ধর্মীয়/শিক্ষা/জনকল্যাণমুলক প্রতিষ্ঠানের মেরামত/উন্নয়ন করা হয় । (ঘ) কাঠ/বাশেঁর সাঁকো নির্মাণ করা হয় । (ঙ) সেনিটারী ল্যাট্রিন নির্মাণসহ জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নকল্পে জনহিতকর কার্য সম্পাদন করা হয় ।
(৩) মানবিক সহায়তা কর্মসূচীর মাধ্যমে- (ক) দু:স্থদের মাঝে খাদ্য সহায়তার জন্য ভিজিএফ চাল বিতরণ করা হয় । (খ) দুর্ঘটনা কবলিত/দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষ/প্রতিষ্ঠানকে জি,আর চাল, জি,আর ক্যাশ সাহায্য করা হয় । (গ) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় । (ঘ) অগ্নিকান্ডে/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে জি,আর চাল,নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হয়। (ঙ) গৃহবাবদ নগদ মঞ্জুরী সহায়তা বাবদ টাকা প্রদান করা হয় ।
(৪) ইজিপিপি কর্মসূচীর মাধ্যমে- (ক) সল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম দুঃস্থ পরিবারগুলোর দারিদ্র নিরসনের জন্য দুর্যোগ ঝুকিহ্রাসে সক্ষমতা বৃদ্ধি করা হয় । (খ) সেচ কাজের জন্য এবং জলাবদ্ধতা নিরশনের জন্য খাল-নালা পুকুর খনন/পুনঃখনন করা হয় । (গ) রাস্তা/রাস্তা-কাম-বাঁধ নির্মাণ/পুনঃ নির্মাণ করা হয় । (ঘ) ধর্মীয়/শিক্ষা/জনকল্যাণমুলক প্রতিষ্ঠানের মেরামত/উন্নয়ন করা হয় । (ঙ) কাঠ/বাশেঁর সাঁকো নির্মাণ করা হয় । (চ) আবর্জনা স্তুপ/জৈব সার তৈরীর জন্য স্তুপ তৈরী করা হয় । (ছ) দক্ষ শ্রমিক দ্বারা ছোট্ ছোট সেচনালা, ইউ-ড্রেন, ছোট ছোট পাইপ/বক্স কালভার্ট,প্যালাসাইডিং প্রভৃতি
(৫) সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচীর মাধ্যমে- (ক) খাল, জলাশয় ও নীচু জমির ক্যাচমেন্ট এলাকার পানি প্রবাহের সুযোগ সৃষ্টি করা হয় । (খ) অতিবৃষ্টি ও বন্যার কারণে খালে,বিলে ও জমিতে থাকা পানি সহজে প্রবাহিত করে নিদিষ্ট স্থানে পৌছানো হয় । (গ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয় । |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS